নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০০৮ অনুসারে নবায়নযোগ্য উৎস থেকে ১০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এই লক্ষ্য পূরণে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি মধ্যে নেট মিটারিং পদ্ধতিতে রুফটপ সোলারের বিস্তারের জন্য ২০১৮ সালের জুলাই মাসে সরকার কর্তৃক নেট মিটারিং নির্দেশিকা প্রণয়ন করা হয়। নভেম্বর ২০১৯ এ OPEX মডেল অন্তর্ভুক্ত করে নির্দেশিকাটি সংশোধিত হয়। এই পদ্ধতিতে বিদ্যুৎ গ্রাহকগণ রুফটপ সোলার সিস্টেম স্থাপন করে নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে রপ্তানিতে সক্ষম হন। এতে একদিকে যেমন ভোক্তার বিদ্যুৎ খরচ কমে, তেমনি কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। সঠিক বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী ও ভোক্তাদের রুফটপ সোলার প্রকল্পের সুফল সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান প্রয়োজন। নেট মিটারিং রুফটপ সোলার সিস্টেম স্থাপনে প্রয়োজনীয় সকল তথ্য সহজেই আগ্রহীগণের কাছে পৌঁছে দেয়া এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে National Solar Help Desk স্থাপন করা হয়েছে। এ কার্যক্রমে উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে GIZ।
Go To The Help Desk Portal |
Help Desk Site Map: